আজ টুইটারে নিজের দল তৃণমূলকে আনফলো করলেন সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা কৃষ্ণা নগরের সাংসদ মহুয়া মৈত্রের ‘মা কালী’ নিয়ে করা সাম্প্রতিক মন্তব্য নিয়ে পাসগে দাঁড়ায়নি দল।
সর্ব ভারতীয় তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ‘কালী প্রসঙ্গে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তার দায় কোনোভাবেই নিচ্ছে না দল। ‘তার কয়েক ঘন্টা পর মহুয়া সর্বভারতীয় তৃণমূলের টুইটার হ্যান্ডেলটি আনফলো করে দেন।
তবে মহুয়া সর্বভারতীয় তৃণমূলের টুইটার একাউন্ট আনফলো করলেও এখনো ফল করে রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একাউন্ট। যা অনেকটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক দলের একাংশ। তাদের মত অনুযায়ী মহুয়া এই বার্তা দিতে চেয়েছেন যে তিনি একমাত্র দলে মুখ্যমন্ত্রী মমতা বানার্জিকেই মান্য করেন।