ফ্রান্সে চলমান কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর। হলিউড তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে বাহারি সাজপোশাকে সেখানে হাজির হচ্ছেন বলিউডের তারকারাও। প্রথমবারের মতো উৎসবে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। উদ্বোধনী দিনেই লালগালিচা মাড়িয়ে উৎসবে হাজির হন তিনি। তবে প্রথমবারই ঘটে গেছে অঘটন।
কানের লালগালিচায় ওঠার আগেই পোশাক, মেকআপ, গয়না হারিয়ে ফেলেন পূজা। অথচ সেদিন লালগালিচায় দ্যুতি ছড়াচ্ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোনরা। আর সেদিন জিনিসপত্র হারিয়ে বেকায়দায় পড়েছিলেন রাধে শ্যাম ছবির এই অভিনেত্রী। যদিও ফ্রান্স থেকে প্রকাশিত তাঁর ছবিগুলো দেখে সেসব বোঝার উপায় নেই।
প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে ভারতীয় তরুণীদের অনুপ্রাণিত করবেন, এই ছিল তাঁর প্রত্যাশা।
টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, ‘আমি নারীদের জন্য আরও চলচ্চিত্র করতে চাই। কারণ, আমি মনে করি, আমরা নারীদের প্রতিনিধিত্ব ঠিকঠাক করতে পারছি না। সিনেমায় যখন একজন নারীকে শক্তিশালী চরিত্রে দেখা যায়, তখন তরুণীরা তাদের অনুসরণ করতে চায় এবং তাদের মতো হতে চায়। আশা করি, ভারতের মেয়েরা একটু বড় স্বপ্ন দেখবে এবং নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাবে। নারীদের প্রতিনিধিত্ব করে ভারতের মেয়েদের অনুপ্রাণিত করায় আমি একটি ছোট্ট অবদান রাখতে চাই।’
ভারতের সিনেমারও শক্তিশালী অবস্থান রয়েছে। সম্প্রতি কেজিএফ চ্যাপ্টার টু, আরআরআরসহ বেশ কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়েছে। এ প্রসঙ্গে অস্কারজয়ী বং জুন হোর উদ্ধৃতি মনে করিয়ে দিয়ে পূজা বলেন, ‘আমি মনে করি, ভাষাকে বাধা হিসেবে দেখা বন্ধ করার সময় এসেছে। প্যারাসাইট পরিচালক অস্কারে বলেছিলেন, “আমরা ভাষার সামান্য বাধা অতিক্রম করতে পারলে সাবটাইটেলে বিশ্বের আশ্চর্য সব বিষয়বস্তু সম্পর্কে জানতে পারব।”’
তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় অভিনয় করে ইতিমধ্যে প্রশংসা কুড়াতে শুরু করেছেন পূজা। এখন সালমান খানের বিপরীতে কাভি ঈদ কাভি দিওয়ালি ছবির কাজ করছেন তিনি। চলতি বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে পূজা অভিনীত সার্কাস।