‘কাজরা মোহাব্বত ওয়ালা’ শ্রেণিকক্ষে ছাত্রীদের সঙ্গে শিক্ষিকার দুর্দান্ত নাচ ভাইরাল

সামার ক্যাম্পের শেষ দিনে ভারতের দিল্লির এক স্কুল শিক্ষিকা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে নেচেছেন। সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর একের পর এক মন্তব্য আসতে থাকে ওই ভিডিওটি নিয়ে।

ভিডিওটিতে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরে ওই শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে পারফর্ম করছেন বলিউডের ‘কিসমত’ সিনেমার ‘কাজরা মোহাব্বত ওয়ালা’ গানের সঙ্গে।

সেই নাচের ভিডিও শিক্ষক মানু গুলেতি নিজেই টুইটারে শেয়ার করেছেন। তাঁর টুইটার প্রোফাইল থেকে জানা যায়, তিনি দিল্লি রাজ্য সরকারের একটি সরকারি স্কুলের শিক্ষিকা। তিনি একজন ফেলো ও পিএইচডি ডিগ্রিধারী।

মানু গুলেতি টুইটারে লেখেন ‘সামার ক্যাম্পের শেষ দিনে আমাদের অপূর্ণ নৃত্য চলছে…আনন্দ এবং একত্রিত হওয়ার কিছু নিখুঁত মুহুর্ত।’

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy