
বাদাম বিক্রি করার জন্য বেঁধেছিলেন গান। আর সেই গান সোসালমিডিয়ায় ভাইরাল হতেই রাতারাতি খ্যাতি লাভ করেন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর গ্রামপঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর।
কাঁচা বাদাম গানে বিশ্ব জোড়া খ্যাতি লেভার পর তিনি তৈরী করেছেন নিজের সুন্দর পাকা বাড়ি। প্রতিদিনিই বিভিন্ন রকম খবরে চমকে দিচ্ছেন ভুবন বাবু। সম্প্রতি এক শো তে তাকে আইফোন উপহার হিসেবে দিয়েছেন এক ব্যক্তি।
আর এবার সেইখবরের পর পরেই ফের এলো চমকে দেওয়া খবর। এবার তাকে দেখা যাবে ‘খোকাবাবুর খেলাঘর’ নামক একটি যাত্রাপালায়। ইতিমধ্যে শ্রী দূর্গা অপেরা থেকে প্রকাশ কড়া হয়েছে পোস্টার। আর সেই পোস্টারে দেখা যাচ্ছে ভুবন বাদ্যকরকে হাসিমুখে। দুর্গাপুজোর ষষ্ঠীতে বাঁকুড়ায় ‘খোকাবাবুর খেলাঘর’-এর প্রথম শো। যাত্রার একসময় গ্রামগঞ্জ ছাড়াও বিভিন্ন জায়গায় আলাদা জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই যাত্রা এখন হারিয়ে যেতে বসেছে। ভুবন বাদ্যকরের হাত ধরে যাত্রা দিশা পেতে পারে বলে আশাবাদী ভুবন-অনুরাগীরা।