গ্রামে গঞ্জে প্রাসাদপম বাড়ি থেকে শুরু করে চাকরিতে নিয়োগ দুর্নীতি। খবরের শিরোনমে প্রতিদিনিই জায়গা করে নিচ্ছে তৃণমূল নেতা ও মন্ত্রীদের নাম। এক বিতর্ক কাটতে না কাটতেই শুরু হয়ে যাচ্ছে নতুন বিতর্ক। সেই বিতর্কের ভ্যালিকায় রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে বিধায়ক ও মন্ত্রীদের নাম। হাইকোর্টের নির্দেশে কাল ঘাম ছুটছে তাবড় তাবড় নেতা মন্ত্রীদের।
আর এবার ফেসবুকে ভাইরাল হওয়া ছবি ঘিরে শুরু হলো নতুন বিতর্ক। ভাইরাল এক ছবিতে দেখা গেলো কলেজের প্রিন্সিপালের চেয়ারে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। নদিয়ার শান্তিপুরের কলেজের ওই ছবি প্রকাশ্যে এনেছে বিজেপি ওয়েস্টবেঙ্গল নামে একটি ফেসবুক পেজ।
ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ওই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। ছবি প্রসঙ্গে ফোনে জানতে চাওয়া হলে বিধায়ক ব্রজশিখর জানিয়েছেন যে প্রিন্সিপালের ঘরের সিলিং ফ্যান খারাপ থাকার জন্য প্রন্সিপালই তাকে ওই চেয়ারে বসতে বলেন। নিজে থেকে বসেননি।