কর্নেল সাঈদকে হত্যায় যাদের বিরুদ্ধে অভিযোগ ইরানি বাহিনীর, জেনেনিন

ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সোমবার অভিযোগ করেছেন, কর্নেল সাঈদ খোদাইকে হত্যা করেছে ইহুদিরাষ্ট্রপন্থীরা।

রেভ্যুলেশনারি গার্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এমন তথ্য।

এ মাসের শুরুতে তেহরানে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় রেভ্যুলেশনারি গার্ডের কর্নেল সাঈদ খোদাইকে। তিনি কাজ শেষে গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন। গাড়িতে থাকা অবস্থাতেই দুইজন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে হত্যা করে।

সাঈদ খোদাইকে হত্যার সঙ্গে ‘ইহুদিরাষ্ট্রপন্থীরা’ জড়িত এমন অভিযোগ করে মেজর জেনারেল হোসেন সালামি বলেন, কর্নেল সাঈদ খোদাই শহিদ হয়েছেন জঘন্য ব্যক্তিদের দ্বারা, ইহুদিরাষ্ট্রপন্থিদের দ্বারা, আমরা এ হত্যার প্রতিশোধ নেব।

এদিকে রেভ্যুলেশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তার বক্তব্যে শুধুমাত্র ‘ইহুদিরাষ্ট্রপন্থী’ কথাটি উল্লেখ করেছেন।

অন্য সময় ‘ইহুদিরাষ্ট্রপন্থী’ শব্দের জায়গায় ‘ইহুদিরাষ্ট্রপন্থী অঞ্চল’ ব্যবহার করে থাকে ইরান।

‘ইহুদিরাষ্ট্রপন্থী অঞ্চল’ শব্দটির মাধ্যমে সরাসরি ইসরাইলকে বোঝায় তারা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy