বলিউডের স্টার-কিডদের অন্যতম ভরসার নাম করণ জোহর। বহু স্টারকিডদের নিজের পরিচালিত কিংবা প্রযোজিত ছবিতে লঞ্চ করেছেন এই নির্মাতা। এবার তারই হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ-অমৃতা জুটির পুত্র ইব্রাহিম খানের।
জানা গেছে, ২০২১ সালে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় মালায়ালাম সিনেমা ‘হৃদয়ম’ এর হিন্দি রিমেক দিয়ে বলিউডে পা রাখবেন সাইফ পুত্র ইব্রাহিম। যেখানে কিংবদন্তি মোহনলালের পুত্র প্রণব মোহনলালকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। সেই চরিত্রেই পর্দায় দেখা যাবে ইব্রাহিমকে।
বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে যে, ইব্রাহিমকে বলিউডে লঞ্চ করানোর জন্য অনেকদিন ধরেই করণ একটি উপযুক্ত প্রজেক্ট খুঁজছিলেন। অবশেষে মালায়ালাম এই প্রজেক্টটির জন্যই তাকে পারফেক্ট মনে হয়েছে করণের। আসন্ন এই ছবিটির হিন্দি রিমেকে করণ জোহরের সঙ্গে যৌথ ভাবে থাকবে ফক্স-স্টার স্টুডিও।
যদিও এখন পর্যন্ত করণের তরফ থেকে অফিসিয়াল কোন ঘোষণা আসেনি। তবে আশা করা যাচ্ছে শিগগিরি ঘোষণা আসবে প্রজেক্টটির।
এর আগে সাইফ কন্যা সারা আলি খানকেও বলিউডে লঞ্চ করার কথা ছিল করণের। তবে সে সময় প্রকল্পটি বিলম্বিত হওয়ায় অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে পা রাখেন সারা।