কঙ্গনার সাথে কাজ করতে ভয় পাননি? প্রসঙ্গে যা বললেন নওয়াজ

ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে পথ চলা শুরু করছেন কঙ্গনা। আর সেই প্রযোজনার প্রথম ছবি ‘টিকু ওয়েডস শেরু’-তে কাজ করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

সিদ্ধার্থ কন্নানকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি কঙ্গনা প্রসঙ্গে নওয়াজ বলেন, ‘কাজ করে খুব ভালো লেগেছে। দারুণ মেয়ে কিন্তু তিনি।’ অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, ‘কঙ্গনার সাথে কাজ করতে ভয় পাননি?’ প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘কীসের ভয়? এত ভালো অভিনেত্রী, এত ভালো প্রযোজক। আর কী চাই?’

অভিনেতা আরও বলেন, ‘আপনি যদি শোনা কথার ব্যাপারে বলেন, তবে অনেক কিছুই তো কানে আসে। আপনি আমার ব্যাপারেও কিছু না কিছু শুনবেন। ইন্ডাস্ট্রিতে মানুষ খুব সহজেই শোনা কথা বিশ্বাস করে নেয়। আবার সেটা নিয়ে নিজেও গুজব ছড়ায়। কারো সঙ্গে না মিশে শোনা কথায় বিশ্বাস করা উচিত নয়।’

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে ‘টিকু ওয়েডস শেরু’ ছবির শুটিং। খুব জলদি অ্যামাজন প্রাইমে আসছে ছবিটি।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy