ওমানের ১০ অঞ্চলে কৃত্রিম বন্যার শঙ্কা, বিশেষ সতর্কতা জারি

রাজধানী মাস্কাটসহ ওমানের ১০টি অঞ্চলে রোববার দুপুর ১২টা থেকে কৃত্রিম বন্যার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এরই মধ্যে ভারী বর্ষণ নিয়ে ৪ দিনের সতর্কতা জারি করেছে প্রশাসন।

কৃত্রিম বন্যার কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কয়েকটি অঞ্চলের নাম ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো-
১. মাস্কাট
২. মুসান্দাম
৩. উত্তর আল বাতিনাহ
৪. দক্ষিণ আল বাতিনাহ
৫. আল বুরাইমি
৬. আল দাখিলিয়া
৭. আল উস্তা
৮. ধোফার
৯. আল ধাহিরাহ
১০. উত্তর আল শারকিয়্যাহ

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রোববার থেকে বুধবার পর্যন্ত লঘুচাপের প্রভাবে রাজধানী মাস্কাটসহ ওমানের ১০টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং বিরূপ আবহাওয়া বিরাজ করবে। এর ফলে বিভিন্ন অঞ্চলে দেখা দিতে পারে কৃত্রিম বন্যা।

ওমানের ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের তথ্যমতে, উপকূলে পানির চাপ বাড়ার পাশাপাশি বাড়বে ঢেউয়ের উচ্চতাও। এ সময় ৩০ থেকে ১২০ মিলিমিটারের ভারী বৃষ্টির সঙ্গে ভোগান্তি বাড়াবে বাতাসের গতিবেগও। ঝুঁকি বিবেচনায় এরই মধ্যে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy