‘ওডেসায় হামলায় পুতিনকে অবশ্যই জবাবদিহি করতে হবে’, হুশিয়ারি জার্মানির

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ওডেশাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় রাশিয়াকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছে জার্মানি।

শুক্রবার ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অ্যাখায়িত করেছে জার্মান সরকার।

জার্মানি সরকারের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, ‘এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে’।

শুক্রবার ভোরে ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)। এদের মধ্যে দুই শিশু রয়েছে। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার পর ছয় শিশুসহ ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইউক্রেনের অভিযোগ, রুশ বোমারু বিমান থেকে তিনটি ‘এক্স-২২’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যদিও মস্কো এই হামলার দায় অস্বীকার করেছে।

কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্ন্যাক আইল্যান্ড (সাপের দ্বীপ) থেকে রুশ সেনাদের বিতাড়িত করার একদিন পর এই হামলা চালানো হলো।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy