পর্দায় এবার শিল্পা শেঠিকে দেখা যাবে দুর্ধর্ষ পুলিশ অফিসারের ভূমিকায়। আলোচিত নির্মাতা রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওটিটি সিরিজে নতুন এই চরিত্রে অভিনয় করছেন শিল্পা।
সম্প্রতি এই বলিউড অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিরিজের প্রথম লুক শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা গেছে, বন্দুক হাতে লড়াইয়ে ছুটে চলেছেন।
ছবি শেয়ার করে শিল্পা লিখেছেন, প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে আগুন লাগানোর জন্য প্রস্তুত। অ্যাকশন কিং রোহিত শেঠির সঙ্গে তার কপ ইউনিভার্স ইন্ডিয়ান পুলিশ ফোর্স প্রাইম-এ যোগ দিতে পেরে দারুণ রোমাঞ্চিত, এখন চিত্রায়ণ করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজে শিল্পার পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সিরিজটি শিগগিরই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এদিকে ওটিটি ছাড়াও শিল্পা ব্যস্ত আছেন বিভিন্ন টিভি চ্যানেলে রিয়েলিটি শো এবং ‘নিকাম্মা’ নামের নতুন ছবির কাজ নিয়ে।