এবার বন্দুক হামলায় নিহত এক কিশোর, পুলিশসহ আহত ৩

বন্দুক হামলার ঘটনা থামছে না যুক্তরাষ্ট্রে। এবার রাজধানী ওয়াশিংটনে বন্দুক হামলায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। ওই সময় এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও তিন জন। স্থানীয় সময় রোববার রাতে নর্থওয়েস্ট ওয়াশিংটনে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যে এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান, রেস্তোরাঁ ও পানশালা রয়েছে। এ জন্য ওই এলাকায় মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলের কাছে একটি কনসার্ট চলছিল। সেজন্য রাস্তায় ভিড় ছিল। এ হামলার ঘটনার আগে কনসার্টটিতে একটি মারামারির ঘটনা ঘটেছিল। এর কিছুক্ষণ পর আবারও কনসার্টে একটি উত্তেজনা তৈরি হয়।

ওই সময় বেশ কিছু মানুষ পদদলিত হয়। পরে অনিরাপদ উল্লেখ করে কনসার্টটি বন্ধ করে দেয় পুলিশ। ওই ঘটনার মধ্যেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এসব ঘটনার প্রতিপ্রেক্ষিতে ওই বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এখন পর্যন্ত সন্দেহভাজন কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি গির্জায় স্থানীয় সময় বৃহস্পতিবার বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও একজন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy