একশ বছর বয়সী জার্মানির নাৎসি বাহিনীর একজন ক্যাম্প গার্ডকে পাঁচ বছরের জেল দিয়েছেন জার্মানির একটি আদালত।
নাৎসি বাহিনীর এ ক্যাম্পের গার্ডের নাম জোসেফ এস। তিনি ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নাৎসি বাহিনীর একটি ক্যাম্পের গার্ড হিসেবে দায়িত্ব পালন করেন।
ঐ ক্যাম্পে হত্যার শিকার হওয়া ৩ হাজার ৫১৮ জন ব্যক্তিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে জোসেফ এস-এর বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধবন্দিদের গুলি ও জাইক্লোন গ্যাস ব্যবহার করে হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জোসেফ এস-এর বর্তমান বয়স ১০১ বছর। তিনি জার্মান নাৎসি বাহিনীর সদস্যদের মধ্যে শাস্তি পাওয়া সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি।
জোসেফ এস নিজের বিরুদ্ধে আরোপিত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঐ ক্যাম্পে তিনি যুদ্ধের সময় গার্ড হিসেবে নয়, বরং শ্রমিক হিসেবে কাজ করেছেন।
তবে আদালত জানিয়েছে, জোসেফ এস অভিযোগ অস্বীকার করলেও হত্যাকাণ্ডে তার জড়িত থাকা ও ক্যাম্পে গার্ড হিসেবে কাজ করার প্রমাণ পাওয়া গেছে।