
এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে ২৫ মে দোহায় জাম্বিয়ার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। শুক্রবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কথা।
এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর যোগ্যতা অর্জনকারী পর্বের চূড়ান্ত পর্যায়ে ম্যাচগুলি কলকাতায় খেলবে ভারতীয় দল। ৮ জুন থেকে শুরু হবে এই চূডা়ন্ত যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচগুলি। ২৩ এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতীয় দলের শিবির। বালেরির পর কলকাতায় এখন সেই শিবির চলছে। ইতিমধ্যেই কলকাতায় ১১ মে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল ইগর স্টিম্যাচের দল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে সেই ম্যাচে ২-১ গোলে তারা পরাজিত হয়েছিল।
ভারত আরও দু’টি ম্যাচ খেলবে, একটি আই লিগ অলস্টার দলের বিরুদ্ধে এবং একটি বাংলার সন্তোষ ট্রফিতে অংশ নেওয়া দলের বিরুদ্ধে। ৮ জুন থেকে শুরু হতে চলা এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের চূড়ান্ত পর্যায়ের খেলা চলবে ১৪ জুন পর্যন্ত। ১৬ জুন থেকে চিনে শুরু হবে এএফসি এশিয়ান কাপের মূল পর্ব। ৮ জুন ভারতের খেলা কম্বোডিয়ার বিরুদ্ধে। ১১ জুন তারা মুখোমুখি হবে আফগানিস্তানের।