অভিনেতা শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টরের সঙ্গে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন ‘চাঙ্কি পাণ্ডে-কন্যা’অনন্যা পাণ্ডে। ২০২০ সালে ‘খালিপিলি’ ছবির শুটিং থেকে শুরু হয়েছিল তাদের প্রেম-পর্ব। তার পরই হঠাৎ অজানা কারণে ভেঙে যায় সম্পর্ক। কেন ভাঙল, এ বিষয়ে কেউই মুখ খুলতে চাননি।
এই যখন অবস্থা তখন বলিউডের বাতাসে নতুন প্রেমের গন্ধ। মুহূর্তে তা ছড়িয়ে পড়েছে আলোর গতিতে। অনন্যা পাণ্ডে নাকি ‘আশিকী’ তারকা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম করছেন।
এমনিতেই প্রতিদিনই সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জনে সরগরম থাকে বলিউডের অন্দর। আদিত্য ও অনন্যার নতুন সম্পর্ক সেই পালে হাওয়া দিয়েছে। আদিত্য ও অনন্যার মধ্যে ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ছে, এমনই খবর মুম্বাইয়ের এক সংবাদ সংস্থার সূত্রে।
যদিও এ সম্পর্ক নিয়ে অনন্য বা আদিত্য এখনো মুখ খোলেননি। তাই সবটাই এখন রয়েছে গুঞ্জনের পর্যায়ে। তবে, একটা কথা আছে- যা রটে তার কিছু হলেও ঘটে। তাইতো আদিত্য-অনন্যার সম্পর্কের খবরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নতুন জুটিকে।