ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের শুক্রবার রাতে করা একটি টুইট সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। টেসলার সিইও ইলন মাস্কের কাছে তার আবেদন, তিনি যেন খাবার অর্ডার ও ডেলিভারি প্ল্যাটফর্ম ‘সুইগি’ কিনে নেন।
টুইটারে শুবমান লেখেন, ‘ইলন মাস্ক, দয়া করে সুইগি কিনুন, যাতে তারা সময়মতো ডেলিভারি করতে পারে।’
খানিকক্ষণের মধ্যে শুবমানের করা এই টুইট ভাইরাল হয়ে যায়। সুইগি-র পক্ষে লেখা হয়, যাতে ক্রিকেটার তার খাবার অর্ডার সংক্রান্ত সমস্যার বিষয়ে সরাসরি মেসেজ করেন।
অনেকেই শুবমানের সমর্থনে পোস্ট করেছেন। কেউ আবার তার সমালোচনা করেছেন। কয়েকজন তো আবার শুবমানকে ক্রিকেট ছেড়ে কয়েকদিন ডেলিভারি বয়ের কাজ করার পরামর্শও দিয়েছেন। যাতে তিনি ডেলিভারি বয়দের সমস্যাটা বুঝতে পারেন।
উল্লেখ্য, কয়দিন আগে টুইটার কেনেন ইলন মাস্ক। এরপর টুইট করে ঘোষণা দেন কোকাকোলা কিনবেন। তার আগে ম্যাকডোনাল্ড কেনার ইচ্ছাও প্রকাশ করেন মাস্ক।
টুইটার কেনার পর সামাজিক যোগাযোগমাধ্যমটি সংস্কার ও আরও কার্যকর করার ঘোষণা দেন মাস্ক। এরই মধ্যে এ নিয়ে কয়েকটি টুইটও করেন তিনি। তা দেখে অনেকেই মাস্ককে বিভিন্ন প্রতিষ্ঠান কেনার অনুরোধ করছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস