প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মুখ ফসকে বলেছেন, ইরাকে আক্রমণ ছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং নৃশংস। তবে মুহূর্তের মধ্যেই নিজের ভূল শুধরে নিয়ে তিনি বলেছেন, ‘আমি আসলে ইউক্রেন বোঝাতে চেয়েছি। ‘
আল জাজিরা জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে জর্জ ডব্লিউ বুশ মুখ ফসকে ইরাক হামলার নিন্দা করে ফেলেন।
জর্জ ডব্লিউ বুশ বলেছেন, রাশিয়ায় ভারসাম্যের অনুপস্থিতি এবং ইরাকে সম্পূর্ণ অযৌক্তিক ও নৃশংস হামলা একজন ব্যক্তির সিদ্ধান্তের ফলাফল।
নিজের ভুল বুঝতে পেরে মুহূর্তের মধ্যেই মাথা নেড়ে তিনি বলেন, আমি আসলে ইউক্রেনের কথা বুঝিয়েছি।
বেফাঁস কথা বলে ফেলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাও করেছেন বুশ। তিনি কৌতুকের স্বরে এই ভুলের জন্য নিজের বয়সকে দোষারোপ করেছেন। তখন উপস্থিত লোকজন হেসে ওঠেন।
Freudian slip of the century…
Former US President George. W Bush denounces the “wholly unjustified and brutal invasion of Iraq… I mean Ukraine.” pic.twitter.com/KNlUwQnWQQ
— Andrew Stroehlein (@astroehlein) May 19, 2022
সূত্র: আল জাজিরা।