আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৪৬৪ – ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।
১৬২১ – তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয় গ্রিস।
১৮২৯ – বৃটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল।
১৮৬১ – অ্যানহেইম পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়।
১৮৬২ – যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।
১৮৬৭ – অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসী দেয়া হয়।
১৮৭৭ – ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়।
১৯১১ – পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯২১ – ব্রিটেনে আদশুমারি হয়।
১৯৪৩ – টেক্সাসে জাতিগত দাঙ্গা হয়।
১৯৪৪ – ফিলিপিন সাগরে যুদ্ধ শুরু হয়।
১৯৫১ – নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়।
১৯৫৩ – গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।
১৯৬১ – কুয়েত স্বাধীনতা লাভ করে।
১৯৬৮ – পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।
১৯৮৯ – পোলান্ডের সাধারণ নির্বাচনে লেস ওয়ালেসার নেতৃত্বাধীন সলিডারিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
১৯৯২ – ইসলামী সম্মেলন সংস্থা বা ও.আই. সি জানায় সার্বদের মাধ্যমে অবরুদ্ধ ও মুসলমান অধ্যুষিত বসনিয়ার রাজধানী সারাজেভোর মানুষ জীবন বাচাতে ঘাঁস লতা-পাতা খাচ্ছে। একই দিনে ও.আই. সি বসনিয়ায় সামরিক হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।
১৯৯৩ – জাপানে মিয়াজাওয়া সরকারের পতনের পর এক মাসের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দেওয়া হয়।
ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৩০১ – জাপানের যুবরাজ মরিকুনির জন্ম।
১৫৯৫ – গুরু হরগোবিন্দ, ষষ্ঠ শিখ গুরু।
১৬২৩ – ব্লেজ পাস্কাল, ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক।
১৮৫১ – বিলি মিডউইন্টার, ইংরেজ ক্রিকেটার।
১৮৯৬ – রজনীপাম দত্ত, বিশিষ্ট সাংবাদিক ও বৃটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা-সভ্য।
১৮৯৬ – ওয়ালিস সিম্পসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী।
১৮৯৭ – চ্যরিল নরমান হিঙ্ঘলিউড, ইংরেজ ভৌত রসায়নবিদ।
১৯০১ – রাজচন্দ্র বসু, প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ।
১৯০৩ – ওয়ালি হ্যামন্ড, ইংল্যান্ডের একজন টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক।
১৯০৬ – এর্নস্ট বরিস কাইন, জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ প্রাণরসায়নবিদ।
১৯০৭ – শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তের জন্ম।
১৯১০ – পল জন ফ্লোরি, মার্কিন রসায়নবিদ।
১৯১৭ – যিহোশূয় নিকোমো, জিম্বাবুয়ের গেরিলা নেতা এবং রাজনীতিবিদ।
১৯১৯ – পলিন কেল, আমেরিকান চলচ্চিত্র সমালোচক।
১৯২২ – অউ নিলস বোর, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
১৯২৬ – এরনা স্নেইডার হুভার, আমেরিকান গণিতবিদ এবং উদ্ভাবক।
১৯৩০ – জেনা রোলান্ডস, আমেরিকান অভিনেত্রী।
১৯৪৫ – অং সান সু চি, বর্মী রাজনীতিক, কূটনীতিক এবং লেখিকা।
১৯৪৭ – আহমেদ সালমান রুশদি, বৃটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
১৯৫১ – আয়মান আল-জাওয়াহিরি, মিশরীয় ও বর্তমান আল কায়েদার প্রধান নেতা।
১৯৫৪ – ক্যাথলিন টার্নার, আমেরিকান অভিনেত্রী।
১৯৬২ – আশিষ বিদ্যার্থী, ভারতীয় অভিনেতা।
১৯৬৪ – বরিস জনসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লন্ডনের প্রাক্তন মেয়র।
১৯৭০ – রাহুল গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ।
১৯৭২ – জঁ দ্যুজার্দাঁ, ফরাসি অভিনেতা।
১৯৭৪ – মোশতাক আহমেদ রুহী, বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য।
১৯৭৮ – জো সালডানা, আমেরিকান অভিনেত্রী।
১৯৮৫ – কাজল আগরওয়াল, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৯২ – কিটন জেনিংস, দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার।
ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
৬২৬ – সোগা নো উমাকো, সোগা নো ইনামের জাপানি পুত্র।
১৩৫০ – ফাখরুল মুহাক্বেক্বীন, ইসলামি আইনবিদ ও পণ্ডিত।
১৭৪৭ – নাদের শাহ, ইরানের শাহ ও আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা।
১৮৪৪ – এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের, ফরাসি প্রাণীবিদ ও জীববিজ্ঞানী।
১৯০২ – জন ডালবার্গ, ইংরেজ ইতিহাসবিদ।
১৯০৭ – উমেশচন্দ্র দত্ত, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ।
১৯১৯ – অক্ষয় কুমার বড়াল, ঊনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
১৯৬২ – ফ্রাংক বোরজেগি, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
১৯৮১ – সুভাষ মুখোপাধ্যায় ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক।
১৯৮২ – নলিনী দাস, ভারতের স্বাধীনতা সংগ্রামী।
১৯৯৬ – স ম আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা, সাতক্ষীরার সাবেক এমএলএ।
২০০৮ – বরুণ সেনগুপ্ত, ভারতীয় সাংবাদিক, কলকাতার বাংলা দৈনিক “বর্তমান”-এর প্রতিষ্ঠাতা।
দিবস
বিশ্ব সিকেল সেল দিবস