ইতিহাসের আজকের দিনের বিভিন্ন স্মরণীয় যতসব ঘটনা (১৮ জুলাই)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি
৮৭১ – বৃটেন ও ডেনমার্কের মধ্যে ২৫ বছরব্যাপী যুদ্ধের সূচনা হয়।
১৭৮৩ – বৃটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন।
১৮৪১ – ১৮ জুলাই রবিবার ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮৫৪ – স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।
১৮৭১ – কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।
১৯৪৭ – ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করে।
১৯৬৬ – মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।
১৯৬৮ – আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৭৬ – গ্রীস্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।
১৯৭৬ – মন্ট্রিলে ২১তম অলিম্পিকের উদ্বোধন হয়।
১৯৭৭ – ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৬৩৫ – রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী।
১৭৬৮ – জঁ রোবের আরগঁ, সুইজারল্যান্ডীয় গণিতবিদ।
১৮৪৯ – শরৎচন্দ্র দাশ তিব্বতি ভাষা ও সংস্কৃতির ভারতীয় পণ্ডিত।
১৮৬১ – বৃটিশ ভারতে প্রথম ২ জন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়
১৮৯৩ – রিচার্ড ডিক্স, মার্কিন নির্বাক ও সবাক চলচ্চিত্র অভিনেতা।
১৯০২ – মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী।
১৯০৯ – বিষ্ণু দে, বাঙালি কবি, লেখক ও চলচ্চিত্র সমালোচক।
১৯১৬ – আমেরিকার বেসবল প্লেয়ার জনি হপ।
১৯১৮ – আনোয়ারুল হক, বাংলাদেশী চিত্রশিল্পী।
১৯১৮ – নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও রাষ্ট্রপতি, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯২২ – টমাস স্যামুয়েল কুন, মার্কিন দার্শনিক।
১৯২৫ – হুবার্ট ডগার্ট, ইংরেজ ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক ও বিদ্যালয়ের শিক্ষক।
১৯২৭ – মেহদী হাসান, পাকিস্তানি গজল গায়ক ও ললিউডের নেপথ্য কণ্ঠশিল্পী।
১৯৪০ – জেমস ব্রোলিন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
১৯৪৯ – ডেনিস লিলি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮২ – প্রিয়াঙ্কা চোপড়া, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮৮ – কার্লোস ব্রাদওয়েট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৯ – ভূমি পেড়নেকর, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৯৬ – স্মৃতি মন্ধনা, ভারতীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।

ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
৭১৫ – মুহাম্মদ বিন কাসেম, সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি।
১৮১৭ – জেন অস্টেন, ইংরেজ ঔপন্যাসিক।
১৯০২ – ইংরেজ ঔপন্যাসিক স্যামুয়েল বাটলারের মৃত্যু।
১৯১৮ – ইন্দ্রলাল রায়, প্রথম ভারতীয় (বাঙালি) বিমান চালক প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন।
২০০৫ – রহমান, বাংলাদেশী অভিনেতা ও পরিচালক।
২০১৬ – মুবারক বেগম, ভারতীয় গায়িকা।

দিবস
ম্যান্ডেলা দিবস
সংবিধান দিবস উরুগুয়ে

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy