ইতিহাসের আজকের দিনের উল্লেখযোগ্য যতসব ঘটনা (০৯ মে)

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়:

ঘটনাবলি:

১৫০২ – ক্রিস্টোফার কলম্বাস তার চতুথ অভিযাত্রা শুরু করেন।

১৫০৯ – নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাসের কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু।

১৫৭৩ – ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত।

১৭৮৮ – ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।

১৮৭৪ – বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু।

১৮৭৯ – নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন।

১৯৩৬ – ইতালি-ইথিওপিয়া একত্রীভুক্ত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন।

১৯৪৫ – নাৎসি জার্মনীর বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালিত হয়।

১৯৫৫ – ঠাণ্ডাযুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময় পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগদান করে এই দিনে।

১৯৬০ – বিশ্বখাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে যে জন্মনিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে।

১৯৬৬ – চীন তৃতীয়বার পারমানবিক বিস্ফোরণ ঘটায়।

১৯৬৭ – জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট নির্বাচিত।

১৯৮৪ – অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু দোর্।

১৯৯২ – আর্মিনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালিয়েছিলো।

১৯৯৪ – নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিন আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯৬ – ১৫ বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।

১৯৯৭ – জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন।

২০০৪ – চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পেতে রেখে। যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে সেনা কুচকাওয়াজ দেখছিলেন।

জন্ম:

১৪৫৪ – ইতালির ব্যবসায়ী, অভিযাত্রী, নৌ-বিশারদ এবং মানচিত্র নির্মাতা আমেরিগো ভেসপুসি জন্মগ্রহণ করেছিলেন।

১৮০০ – আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন জন্মগ্রহণ করেন।

১৮৬৬ – রাজনীতিবিদ গোপালকৃষ্ণ গোখলে জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৮০৫ – জার্মান লেখক কবি নাট্যকার ইহুয়ান ফেডারিক শিলার মাত্র ৪৬ বছর বয়সে পরলোকগমন করেন।

১৯০৩ – পল গোগাঁ, প্রখ্যাত ফরাসি চিত্রকর এর মৃত্যু।

১৯৩১ – এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ এর মৃত্যু।

১৯৭১ – লেখক ও রাজনীতিক পূর্ণেন্দু দস্তিদার পরলোকগমন করেন।

১৯৮৫ – কবি অরুণ ভট্টাচার্যের মৃত্যু।

১৯৮৬ – এভারেস্ট বিজয়ী তেনজিং নোরকের মৃত্যু।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy