ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় বিভিন্ন ঘটনা (১৯ মার্চ)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৯৪৪- উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে।
১৯৪৮- পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।
১৯৭১- পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা।
১৯৭২- বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম:
১৯০২- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়।
১৯৫৫- জার্মান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, প্রজোযক ও সংগীতশিল্পী ব্রুস উইলিস।
১৯৮৪- ভারতীয় মডেল ও অভিনেত্রী তনুশ্রী দত্ত।

মৃত্যু:
১৯০৯- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী চারুচন্দ্র বসু।
১৯৫০- মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক এডগার রাইস বারোজ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy