ইউরোপে ন্যাটো বাহিনীতে মার্কিন শক্তি বৃদ্ধির ঘোষণা, নৌ ও বিমান বাহিনী করা হবে শক্তিশালী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউরোপে ন্যাটো বাহিনীতে মার্কিন শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার সময় বাইডেন বলেন, এই বাড়তি সেনা মোতায়েনের প্রয়োজনীতা ‘আগে ছিল না’। খবর এএফপির।

মাদ্রিদে অনুষ্ঠিত ট্রান্সআটলান্টিক জোটের শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ন্যাটোকে ‘স্থল, আকাশ এবং সমুদ্র–প্রত্যেকটি ক্ষেত্রেই সব দিক দিয়ে শক্তিশালী করা হবে।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে আলোচনাকালে বাইডেন বলেন, অতিরিক্ত বাহিনীতে থাকবে:

• স্পেনের রোটাতে মার্কিন নৌ-বিধ্বংসী বিমান বহর বাড়িয়ে চার থেকে ছয় করা।
• পঞ্চম আর্মি কর্পসের পোল্যান্ডে একটি স্থায়ী সদর দপ্তর।
• রোমানিয়ার অতিরিক্তি ব্রিগেড মোতায়েন। এই ব্রিগেডে থাকতে তিন হাজার যোদ্ধা ও দুই হাজার কমব্যাট।
• বাল্টিক দেশগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন।
• ব্রিটেনে এফ-৩৫ স্টিলথ বিমানের দুটি অতিরিক্ত স্কোয়াড্রন মোতায়েন।
• জার্মানি এবং ইতালিতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা এবং অন্যান্য ক্ষমতা বৃদ্ধি।

এই ঘোষণার পর বাইডেন বলেন, মিত্রদের সঙ্গে আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে ন্যাটো প্রতিটি এলাকাজুড়ে সব দিক থেকে হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy