ইউরোপে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর আহ্বান: ইউরোপীয় কমিশন

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। পাল্টা ব্যবস্থা হিসেবে অঞ্চলটিতে গ্যাসের সরবরাহ ব্যাপকভাবে কমিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে তীব্র গ্যাস সংকটে পড়েছে ইউরোপ। এমন পরিস্থিতিতে দেশগুলোকে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন।

কমিশন আগস্টের ১ তারিখ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত গ্যাসের ব্যবহার কমানোর প্রস্তাব দিয়েছে। শীতে রাশিয়া সম্পূর্ণভাবে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় এমন প্রস্তাব দেওয়া হয়েছে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেন, রাশিয়া আমাদের ব্লাকমেইল করার পাশাপাশি জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফলে রাশিয়ার যে কোনো পদক্ষেপে প্রস্তুত থাকার কথা জানান তিনি।

তিনি বলেন, আমাদের প্রোঅ্যাকটিভ হতে হবে। রাশিয়ার গ্যাস ছাড়া কীভাবে চলা যায় সে ব্যাপারে আমাদের প্রস্তুতি নিতে হবে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে জানিয়েছেন, ইউরোপে গ্যাসের সরবরাহ কমই থাকবে। আর এজন্য পশ্চিমাদেশগুলোই দায়ী বলেও জানান তিনি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy