ইউক্রেনে অভিযান আরো জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। পূর্ব ইউক্রেন ও রুশ নিয়ন্ত্রিত অন্যান্য অঞ্চলে হামলা ঠেকাতে ইউক্রেনে থাকা রাশিয়ার সব সামরিক ইউনিটকে এই নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার সামরিক অভিযান বর্তমানে পূর্ব দোনবাস অঞ্চলকেন্দ্রীক হলেও, উত্তর ও দক্ষিণ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলেও রুশ সামরিক বাহিনী নতুন করে হামলা করছে। এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বোমা হামলা করছে রুশ বাহিনী।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে দ্বিতীয় দফায় সর্বাত্মক রুশ হামলা হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এদিকে ইউক্রেনের ৩০ হাজার মানুষকে রাশিয়ার বিভিন্ন এলাকায় সরিয়ে নেয়া হয়েছে। যার মধ্যে শিশুই পাঁচ হাজার। রুশ প্রতিরক্ষা নিয়ন্ত্রণকেন্দ্রের প্রধান এ তথ্য জানিয়েছেন। অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে রাশিয়া।