অবশেষে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়া। কিয়েভের একই ধরনের পদক্ষেপের পর রাশিয়ার বন্ধু রাষ্ট্রটি এ তথ্য জানালো। বুধবার (২০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের দোনেস্ক ও লুহানেস্ককে স্বীকৃতি দেয় সিরিয়া। তারপরই দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন।
সে সময় জেলেনস্কি বলেছিলেন, সিরিয়া ও ইউক্রেনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন প্রথম ২০১৮ সালে কিয়েভে তাদের কূটনৈতিক কর্মীদের আবাসস্থল পুনর্বিবেচনা করতে অস্বীকার করে সম্পর্ক ছিন্ন করেছিল।