ইউক্রেনের জাপোরিজঝিয়া দখল করতে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী

ইউক্রেনের ডনবাসের লুহানেস্ক দখলের পর রাশিয়ার লক্ষ্য দোনেৎস্ক দখল করা। এরই মধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজঝিয়ার দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার এ আশঙ্কার কথা জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আন্না মালিয়ার বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীর ৫টি ব্যাটালিয়ন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জোপারিজঝিয়ার দিকে এগিয়ে আসছে।

এতে তারা ধারনা করছেন, হয়তো এবার জাপোরিজঝিয়া দখল করতে আসছে রুশ বাহিনী, নয়তো ভেলিকা নভোসেলভকা-পোকরোভকয়ে অঞ্চলের দিকে সরে যাবে তারা।

ইউক্রেনে হামলা শুরুর ১৩৩ দিনের মধ্যে বৃহস্পতিবার প্রথমবারের মতো ইউক্রেনের কোনো অঞ্চল দখল করার কথা জানানো হয়নি রাশিয়ার পক্ষ থেকে। এতে ইউক্রেনের ধারনা, নিজেদের সংগঠিত করতে রাশিয়া খুব সম্ভবত হামলা থামিয়েছে। রাশিয়ার সেনারা খুব সম্ভবত ছোট আক্রমণের দিকে মনোনিবেশ করছে।

বড় আক্রমণের প্রস্তুতি হিসেবে নিজেদের সামরিক শক্তির বৃদ্ধি করার পরিকল্পনার অংশ হিসেবে রুশ কমান্ডাররা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও ইউক্রেন ধারনা করছে।

সম্প্রতি ডনবাসের লুহানেস্ক দখলের পর বর্তমানে দোনেৎস্কেরও ৪৫ ভাগ দখল করে নিয়েছে রাশিয়া।বাকি অংশ দখল করতে রুশ সেনাদের বড় ধরনের আক্রমণ চালাতে হবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy