ইউক্রেনের এক-পঞ্চমাংশের দখল নিল রাশিয়া, অবস্থা খুবই ভয়াবহ

সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের এক পঞ্চমাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২ জুন) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন।

লুক্সেমবার্গের সংসদে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, রুশ বাহিনী এ পর্যন্ত আমাদের ২০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে, যা বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গের মোট ভূমির চেয়ে বেশি।

একদিন আগেই পশ্চিমাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের মেয়র স্বীকার করেন কোণঠাসা পরিস্থিতির কথা। তিনি বলেন, গেল কয়েকদিনে চালানো জোরালো রুশ হামলায় বিপর্যস্ত গোটা শহর। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৯০ ভাগ ঘরবাড়ি-স্থাপনা। বাকিগুলোও বসবাসের অযোগ্য। ১৩ হাজারের বেশি আটকা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে তিনি মানবিক করিডর চালুর আবেদন জানান।

ভলোদিমির জেলেনস্কি বলেন, একদিনে হয়নি দোনবাসের এই করুনদশা। সেখানকার ২০ শতাংশ অঞ্চল বর্তমানে রুশ সেনাবহরের দখলে,আয়তনের হিসাবে যা প্রায় ১ লাখ ২৫ হাজার বর্গকিলোমিটার। তারা গোটা এলাকা ধূলিসাৎ করে দিয়েছে। সেভেরোদোনেৎস্কও নিয়ন্ত্রণে নিয়েছে তারা। যেকোনো মূল্যে পশ্চিমাঞ্চল কবজা করতে মরিয়া রাশিয়া। কিন্তু ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে কঠিন লড়াই চলছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy