ইউক্রেনের আরও ‘ক্ষেপণাস্ত্রবিধ্বংসী অস্ত্র’ দরকার, আবেদন করলেন জেলেনস্কি

ইউক্রেনে ‘আরও আধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা’ পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে আধুনিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা নেই। ইউরোপের কাছ থেকে এখন আমাদের এ ধরনের অস্ত্র প্রয়োজন। এ ধরনের অস্ত্র সরবরাহে বিলম্ব সমর্থনযোগ্য নয়।’

আজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

জেলেনস্কি আরও বলেছেন, পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ক এবং খারকিভ অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এদিকে, ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী আন্না মালিয়ার মঙ্গলবার বলেছেন, কিয়েভ তার অনুরোধের অস্ত্রের মাত্র ১০ শতাংশ পেয়েছে।

তিনি বলেন, ইউক্রেন প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার কামান ব্যবহার করে। বিপরীতে এর ১০ গুণ বেশি কামান ব্যবহার করে রাশিয়া।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানকে অবৈধ অ্যাখ্যা দিয়ে পুতিন ও তাঁর ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। একই সঙ্গে তারা কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy