আসামে ফের দেখা দিলো ভয়াবহ বন্যা, রাজ্যজুড়ে জারি সতর্কতা

আসামে মাত্র একমাসের ব্যবধানে ফের দেখা দিয়েছে বন্যার। বন্যার পানির কারণে রাজ্যের অনেক জায়গায় ঘটেছে ভূমিধসের ঘটনাও। এতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। রাজ্য আবহাওয়া দফতর থেকে ‘বৃষ্টির সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে।

মেঘালয়েও বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হয়েছে। সঙ্গে বাড়ছে ভূমিধস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন উত্তর-পূর্ব ভারতে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাজ্য সরকার বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বাইরে বের হতে নিষেধ করেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এর আগে গত মাসেও প্রবল বৃষ্টিতে আসাম রাজ্যে বন্যা দেখা দিয়েছিল। সে সময় ৫ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছিল। মৃত্যু হয়েছিল অন্তত ৭ জনের।

এদিকে ভারতের উত্তরাঞ্চলীয় উত্তর প্রদেশ দাবদাহে রীতিমতো পুড়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়তে থাকায় কষ্টে আছেন দিন এনে দিন খাওয়া মানুষ। যারা গৃহহীন ফুটপাতে রাত কাটান তারা তীব্র গরমে হাঁসফাস করছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy