আসছে দুই সিনেমার সিক্যুয়েল, কিন্তু কবে আসছে? জেনেনিন

শহীদ কাপুর অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কবির সিং’। ২০২০ সালে মুক্তি পাওয়া অন্যতম ব্যবসাসফল বলিউড সিনেমা এটি। বলিউডের সর্বকালের ব্যবসাসফল সিনেমার তালিকাতেও ঠাঁই পেয়েছে ‘কবির সিং’। সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ হচ্ছে। টি সিরিজের কর্ণধার প্রযোজক ভূষণ কুমার জানিয়েছেন, ‘কবির সিং’কে ফ্রাঞ্চাইজি হিসেবে নিয়ে আসার কথা ভাবছেন। তাঁর মতে, ‘কবির সিং’ একটি আইকনিক চরিত্র। এর আরও পর্ব নির্মাণ করা হবে।

শুধু ‘কবির সিং’ নয়, সিক্যুয়েল হবে ‘ভুল ভুলাইয়া’ সিনেমারও। প্রযোজকদের ইচ্ছা এগুলোর সিক্যুয়েল বানানো হোক। ফিরে ফিরে আসুক ‘ভুল ভুলাইয়া’র মঞ্জুলিকার ভূত কিংবা ‘কবির সিং’-এর কবিরের মতো জেদি ডাক্তারের চরিত্ররা।

১৯৯৩ সালে মালয়ালম সিনেমা ‘মঞ্চিত্রথাঝু’র রিমেক ‘ভুল ভুলাইয়া’। মুক্তি পায় ২০০৭ সালে। প্রিয়দর্শন পরিচালিত সেই সিনেমার সিক্যুয়েল মুক্তি পেয়েছে দিন কয়েক আগেই। কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি ও টাবু সেখানে জমিয়ে অভিনয় করেছেন। সিনেমাটি ইতিমধ্যেই ব্লকবাস্টার হওয়ার পথে হাঁটছে। দুটি সিনেমারই প্রযোজনা সংস্থা টি সিরিজ। এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার ভূষণ কুমার গতকাল এই খবর জানান।

‘কবির সিং’ তেলুগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’র রিমেক। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি বক্স অফিস কাঁপিয়েছিল।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy