আর নয় চুপ, পানমশলার বিজ্ঞাপন নিয়ে এবার মুখ খুললেন অজয় দেবগণ

পানমশলা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর থেকে টানা ট্রলের শিকার হচ্ছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। অবশেষে সেই বিজ্ঞাপন থেকে সরে এসেছেন তিনি। এবার একই বিষয়ে মুখ খুললেন অজয় দেবগণ। ওই একই ব্র্যান্ডের বিজ্ঞাপনে তাকেও দেখা গিয়েছে।

সম্প্রতি ওই পানমশলার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল অক্ষয়কে। বিজ্ঞাপন ভাইরাল হতেই বাজে পরিস্থিতিতে পড়তে হয় ‘খিলাড়িকে’। অবশেষে সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষমাপ্রার্থনা করে অভিনেতা লেখেন, ‘আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমার সমস্ত অনুরাগীদের কাছে।’

‘গত কয়েকদিনের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনই করিনি এবং কোনোদিন করব না। তবুও বিমল এলাচির সঙ্গে যুক্ত হওয়াটা আপনাদের ভাবনাকে আহত করেছে জেনে আমি দুঃখিত।’

এবার মুখ খুললেন অজয় দেবগণ । ‘রানওয়ে ৩৪’ ছবির প্রচারে এই বিষয়ে প্রশ্ন করলে প্রথমে ‘ব্যক্তিগত পছন্দ’ বলে সাফাই দেন বলিউড স্টার।

এরপর তিনি বলেন, ‘কিছু করার আগে মানুষ সেটা সম্পর্কে জেনেই করে। সেটা কতটা ক্ষতিকর হবে, তা জেনেই আপনি করেন। কিছু জিনিস ক্ষতিকর, কিছু নয়। আমি ওটার নাম করব না। কারণ ওটার প্রমোশনে আসিনি। আমি এলাচের বিজ্ঞাপন করি। আমার মনে হয়, এই সমস্ত জিনিস যদি সত্যিই ক্ষতিকর হয়, তাহলে একদম বন্ধ করে দেওয়া উচিত।’

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy