বলিউডের অন্যতম পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কিন্তু শোনা যাচ্ছে সম্প্রতি প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন তারা। তারকা জুটির ঘনিষ্ঠমহল সূত্রে জানা গেছে এই খবর।
প্রকাশ্যে কোনোদিনই নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেননি সিদ্ধার্থ-কিয়ারা। কিন্তু তারা একসঙ্গে ডিনার ডেটে যেতেন, মালদ্বীপ ভ্রমণও করে এসেছেন। তবে কিছুদিন ধরে তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে না।
ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফকে সিদ্ধার্থ-কিয়ারার কাছের এক সূত্র জানিয়েছেন, সিদ্ধার্থ-কিয়ারা একসঙ্গে নেই। তারা দেখা করছেন না একে অপরের সঙ্গে। তবে এই সম্পর্ক কেন ভেঙে গেছে সেই বিষয়ে কিছু জানাতে পারেননি সেই ব্যক্তি।
সেই সূত্র আরও বলেছেন, ‘সিদ্ধার্থ কিয়ারার প্রেম দেখে কখনো মনে হয়নি এই সম্পর্ক ভেঙে যেতে পারে। কয়েক মাস আগে সিদ্ধার্থ নিজের বাবা-মায়ের সঙ্গে কিয়ারার পরিচয়ও করিয়ে দিয়েছেন।’
গত বছরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ-কিয়ারার ‘শেরশাহ’। এই ছবিতে সিদ্ধার্থ-কিয়ারার রসায়ন সবার নজর কেড়েছে।