কালী বিতর্কে মহুয়া মৈত্রর পাশে দাঁড়ায়নি দল। তার পাল্টা জবাবে তিনি টুইটারে আনফলো করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কে। আর নিজের এই পদক্ষেপ কে তিনি আখ্যা দিয়েছেন ‘দল এবং আমার বিষয়’ বলে।
সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মহুয়া বলেছেন ‘তৃণমূলের টুইটার হ্যান্ডেল তিনি আনফলো করলেও তিনি দলনেত্রী মমতা ব্যানার্জিকে টুইটারে ‘ফলো’ করছেন। তিনি নিজেকে দাবি করেছেন মমতার সৈনিক বলে। মহুয়া জানিয়েছেন সঠিক জায়গাতেই পুরো বিষয়টির সমাধান হবে’।
প্রসঙ্গত, সর্ব ভারতীয় তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ‘কালী প্রসঙ্গে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তার দায় কোনোভাবেই নিচ্ছে না দল। ‘তার কয়েক ঘন্টা পর মহুয়া সর্বভারতীয় তৃণমূলের টুইটার হ্যান্ডেলটি আনফলো করে দেন।
তবে মহুয়া সর্বভারতীয় তৃণমূলের টুইটার একাউন্ট আনফলো করলেও এখনো ফল করে রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একাউন্ট। যা অনেকটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক দলের একাংশ। তাদের মত অনুযায়ী মহুয়া এই বার্তা দিতে চেয়েছেন যে তিনি একমাত্র দলে মুখ্যমন্ত্রী মমতা বানার্জিকেই মান্য করেন।