মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের সভাঘরে দুই ঘন্টারও বেশি সময় ধরে জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু শেষ মুহূর্তে লাইভ টেলিকাস্ট করা নিয়ে বিতর্ক বাধায় ভেস্তে যায় আজকের বৈঠক। আর তার পরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা জানান যে ‘তিনি পদত্যাগ করতে রাজি আছেন। কিন্তু কেউ বিচার চাইছেন না তারা চাইছেন শুধু চেয়ার।’
বৈঠক ভেস্তে যাওয়ার পর এদিন নবান্ন থেকে মমতা বলেন, ‘তিনদিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাঁদের আমি ক্ষমা করলাম। আমি পদত্যাগ করতে রাজি আছি। ওঁরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন।’
মমতা বলেন, ‘অনেকে বৈঠক করতে আগ্রহী ছিলেন। কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল। দু’তিনজন রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি। ডাক্তারদের অনুরোধ করছি, কাজে ফিরুন।’