আমরা আগেও জিতেছি, এবারও জিতবো: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগেও আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে। কারণ আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করছি। এ কারণে এ যুদ্ধে আমরা জিতবো।

সোমবার (৯ মে) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয়ের ৭৭তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা যে অবদান রেখেছে, তা আমরা কখনো ভুলব না। ওই যুদ্ধে ইউক্রেনের

৮০ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিল উল্লেখ করে জেলেনস্কি বলেন, খুব শিগগিরই ইউক্রেনের দুইটি বিজয় দিবস হবে, আর অন্যদের কোনো বিজয় দিবস থাকবে না। এ সময় জেলেনস্কি বলেন, তখনো আমরা জিতেছিলাম, এখনো জিতব। নাৎসিবাদের বিরুদ্ধে শুভ বিজয়।

এদিকে বিজয় দিবসের বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি নির্দেশ দেওয়া ইউক্রেনে বিশেষ অভিযানের ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন। পুতিনের দাবি, এটা একটা স্বাধীন সার্বভৌম ও শক্তিশালী দেশের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy