আধার কার্ডে’র সঙ্গে ভোটার কার্ড যুক্ত! শীঘ্রই আসছে নতুন নিয়ম

খুব শিঘ্রই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করার নিয়ম প্রকাশ করা হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক সুশীল চন্দ্র এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন। তাঁর দাবি, সরকার এই সংক্রান্ত বিষয়ে যুক্ত নিয়ম খুব শীঘ্রই নিয়ে আসবে।

এই বিষয়ে খুব শিঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে
বলে রাখা প্রয়োজন, মুখ্য নির্বাচনী আধিকারিক (CEC) সুশীল চন্দ্রের কার্যকাল আজ শনিবার শেষ হচ্ছে। নয়া দায়িত্বে আসছেন রাজীব কুমার। আর শেষ দিনে এই বিষয়ে সুশীল চন্দ্রকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। সেই উত্তরেই তিনি জানান, এই বিষয়ে খুব শিঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যে এই সংক্রান্ত ‘ড্রাফট আবেদন’ সরকারকে পাঠানো হয়েছে বলেই খবর।

দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার
সুশীল চন্দ্র জানিয়েছেন, তাঁর কার্যকালের মেয়াদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সংস্কার আনা হয়েছে। যার মধ্যে ১৮ বছর হলেও ভোটার লিস্টে নাম তোলার সময় একদিনের বদলে চার বার করা হবে। আগে ১লা জানুয়ারি একটি তারিখই ছিল। কিন্তু বর্তমানে সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে বছরে চার বার নাম তোলার জন্যে তারিখ ঘোষণা করা হবে।

আধারের সঙ্গে যুক্ত করা আরও একটি গুরুত্বপূর্ণ সংস্কার
অন্যদিকে ভোটার কার্ড আধারের সঙ্গে যুক্ত করা আরও একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এই সংক্রান্ত নিয়ম কোনও শীঘ্রই জারি করা হবে বলে জানিয়েছেন সুশীল চন্দ্র। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করলে আর একাধিক ভোটার তালিকাতে নাম আসবে না ভোটারদের। তবে এই সিদ্ধান্ত একেবারেই ভোটারদের ব্যক্তিগত।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy