দুই বাংলায় সুপরিচিত ছোট পর্দার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এবার তার মৃত্যুর ঘটনায় মাদকযোগের তথ্য পেয়েছে পুলিশ।
এই তারকার মৃত্যুর রহস্য এখনো উদঘাটিত হয়নি। তবে তাকে ঘিরে প্রতিনিয়ত নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
পুলিশের সূত্র দিয়ে পুলিশের তদন্তকারী অফিসাররা পল্লবীর গড়ফার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে হুক্কা, গাঁজাসহ নেশার নানা জিনিসপত্র। একই সঙ্গে এই অভিনেত্রীর ফোন পরীক্ষা করেও নতুন তথ্য পাওয়া গেছে।
রোববার (১৫ মে) সকালে কলকাতার গড়ফারের ওই ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পল্লবীর মরদেহ। মাসখানেক আগে থেকেই প্রেমিক সাগ্নিককে নিয়ে এই বাসায় বসবাস শুরু করেন পল্লবী।
সাগ্নিকের সঙ্গে ‘লিভ ইন’-এ ছিলেন তিনি। তবে বাড়ি ভাড়া নেওয়ার সময় তারা নিজেদের ‘বিবাহিত’ হিসেবে পরিচয় দিয়েছিলেন।
এদিকে, পল্লবী দে’র মৃত্যুর ঘটনায় প্রেমিক সাগ্নিক ও অভিনেত্রীর এক বান্ধবীর নামে থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন তার পরিবার।