গত লোকসভা অধিবেশনে বক্তৃতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার বিরোধীদের প্রতিবাদ ও স্লোগানের মুখোমুখি হতে হয়েছিল। সোমবার বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধীদের ভাষণের সময় আড়াই ঘণ্টা কথা বলতে দেওয়া হয়নি বলে কড়া বার্তা দেন মোদি। এদিন এমনটাই বললেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী বলেন, ‘কিছু দলের নেতিবাচক রাজনীতি সংসদের সময় নষ্ট করেছে বলেই অনেক সাংসদ তাঁদের নির্বাচনী এলাকার সমস্যা উত্থাপনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।’
বিরোধীদের বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারকে অসাংবিধানিকভাবে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে আড়াই ঘণ্টা গলা টিপে রাখার চেষ্টার জন্য গণতন্ত্রে কোনও জায়গা থাকতে পারে না। তা সত্ত্বেও কোনও অনুশোচনা নেই।’
মোদী এ দিন বলেন, ‘দেশবাসী আমাদের কাজের জন্য এখানে পাঠিয়েছেন, দলের জন্য নয়। লোকসভা নির্বাচনে মানুষ রায় দিয়েছেন। সব দলের প্রতি আমার আহ্বান আগামী পাঁচ বছরের জন্য দেশের উন্নতির স্বার্থে লড়াই করুন। দেশের প্রধানমন্ত্রীর গলা টিপে ধরার চেষ্টা করছে একাধিক দল। ১৪০ কোটি দেশবাসী যে সরকারকে দেশের সেবার সুযোগ দিয়েছেন সেই সরকারের কণ্ঠরোধ করবেন না।’
মোদী আরও বলেন, ‘আমার বিশ্বাস, সব সাংসদ ইতিবাচক আলোচনা করবেন। বিতর্ক ভালো তবে নেতিবাচক বিতর্ক খারাপ। দেশের উন্নতির স্বার্থে নেতিবাচক আলোচনার দরকার নেই।’