
এই মুহূর্তে মসজিদে লাউড স্পিকার লাগানোকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক। আর এই বিষয়েই গুরুত্বপূর্ণ রায় দিলো আদালত। সম্প্রতি মসজিদে লাউড স্পিকারের ব্যবহার চেয়ে মামলা হয় এলাহাবাদ আদালতে। আজ সেই মামলার ছিল শুনানি। আর সেখানেই হাইকোর জানিয়ে দেয়মসজিদে আজানের জন্যে লাউড স্পিকারের ব্যবহার কখনই মৌলিক অধিকার নয়।
সেই সাথে এই মামলা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। সেই সাথে মসজিদে লাউড স্পিকার লাগানোর দাবি খারিজ করে দিয়েছে আদালত। কিছুদিন আগে জেলাসহসক মসজিদে লাউড স্পিকার বন্ধের নির্দেশ দেন আর সেই নির্দেশ কে চ্যালেঞ্জ করেই আদালতে দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা।
মূলত, উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার ধোরানপুর গ্রামের নুরি মসজিদে লাউড স্পিকার লাগাতে চেয়ে জেলাশাসকের কাছে আবেদন জানানো হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন সংশ্লিষ্ট জেলা আধিকারিক। আর এরপরেই এহেন সিদ্ধান্ত ঘিরে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন মসজিদ কতৃপক্ষ। ইরফান নামে এক ব্যক্তি অতিরিক্ত জেলাশাসকের আবেদন খারিজ করে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। আর তা করেই আদালতের দ্বারস্থ হন।