News

আজকের ম্যাচে জয় পেলো রাজস্থান রয়্যালস, প্লে অফের লড়াইয়ে কঠিন পরিস্থিতি পাঞ্জাব কিংসের

আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংসকে হারালো রাজস্থান রয়্যালস। রান চেস করে এবার প্রথম জয়। ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে রাজস্থানের পয়েন্ট বেড়ে হলো ১৪। পয়েন্ট টেবিলে তারা রইলো তিন নম্বরে। আর পাঞ্জাব কিংস ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে। এই ম্যাচে যশস্বী জয়সওয়াল সর্বাধিক ৬৮ রান করেন। ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল ৮ রান। শিমরন হেটমায়ারের ব্যাট থেকে আসে জেতার শেষ রান।

আজ ৬০০ পার করলেন বাটলার। ১৬ বলে ৩০ রান করে কাগিসো রাবাডার বলে শিকার হন। ১১ ম্যাচে বাটলারের মোট রান ৬১৮। ৮.১ ওভারে আউট হন সঞ্জু স্যামসন। তিনি করেন ১২ বলে ২৩ রান। আজ ৪.২ ওভারেই ৫০ রান হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালসের। আর ১০.২ ওভারে আসে ১০০ রান। দ্বিতীয় টাইম আউটে ১৩ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর ছিল ২ উইকেটে ১২৭ রান।

১৮তম ওভারে বল করতে আসে কাগিসো রাবাডা। প্রথম বলে দেবদত্ত পাড়িক্কল চার মারেন, এবং চতুর্থ বলে হেটমায়ার ছয় মারেন। এতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। শেষ বলে পাড়িক্কল চার মারে। এই ওভারে ওঠে ১৬ রান। কিন্তু ম্যাচ ফিনিশ করে শিমরন হেটমায়ার।

Exit mobile version