আঘাত হানলো ভূমিকম্প! রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.২

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, পেরুর দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ২মিনিটে আঘাত হেনেছে এই ভূমিকম্প। ভূমিকম্পের আঘাতের কেন্দ্রে ছিল দেশটির পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় আজাঙ্গারো শহর।

ভূপৃষ্ঠ থেকে ২১৭ দশমিক ৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে প্রতিবেশি বলিভিয়ার রাজধানী লা পাজের পাশাপাশি পেরুর আরেকুইপা, টাকনা এবং কুসকো শহরের কিছু ভবনও কেঁপে উঠেছে।

তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং রেডিও স্টেশনগুলো এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর জানায়নি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy