আইপিএলে ফিরল লালা ব্যবহারের অনুমতি, বড়সড় সিদ্ধান্ত বিসিসিআই-এর

বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি এখনও আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলেও, বিসিসিআই কোভিডকালে চালু হওয়া একটি বড় নিয়ম বাতিল করল। বৃহস্পতিবার বোর্ডের তরফে ঘোষণা করা হয়, আসন্ন আইপিএল মরশুমে বলে লালা ব্যবহারের ওপর আর কোনও নিষেধাজ্ঞা থাকবে না। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি অধিনায়কের সম্মতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুম্বইয়ে অনুষ্ঠিত ‘ক্যাপ্টেনস মিট’ সভায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করা হয়। বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা পিটিআইকে জানিয়েছেন, “অধিনায়কদের মধ্যে অধিকাংশই লালা ব্যবহারের অনুমতির পক্ষে মত দিয়েছেন। যদিও কয়েকজন নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষেও ছিলেন, আবার কেউ কেউ দ্বিধায় ছিলেন। তবে সংখ্যাগরিষ্ঠ অধিনায়ক এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন।”

কোভিড-১৯ মহামারির সময় ক্রিকেটে সুরক্ষার স্বার্থে আইসিসি বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিয়ম অনুসরণ করে বিভিন্ন দেশের ক্রিকেট লিগগুলিও তা কার্যকর করে, যার ব্যতিক্রম ছিল না আইপিএলও। তবে বৃহস্পতিবার আইপিএল প্রথম বড়সড় ক্রিকেট ইভেন্ট হিসেবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল।

বোলারদের স্বার্থেই নয়া সিদ্ধান্ত?

ক্রিকেটে দিন দিন ব্যাটসম্যানদের আধিপত্য বাড়ছে। ফলে বোলারদের সুবিধার কথা ভেবেই বলে লালা ব্যবহারের অনুমতি ফেরানোর দাবি উঠেছিল। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এই বিষয়ে সুর চড়িয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তিনি বলেছিলেন, রিভার্স সুইং ফিরিয়ে আনতে হলে বলে লালা ব্যবহারের অনুমতি জরুরি। এই দাবিকে সমর্থন করেছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডারও। বোর্ডের সিদ্ধান্তে শামির এই বক্তব্যও বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

আইপিএলে আরও নতুন নিয়ম

‘ক্যাপ্টেনস মিট’ সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সাল থেকেই আইপিএলে ওয়াইড বল (অফস্টাম্পের বাইরে ও উচ্চতায় বেশি) নিয়ে ডিআরএস নেওয়ার নিয়ম চালু ছিল। এবার থেকে সেই সিদ্ধান্তে আরও স্বচ্ছতা আনতে হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy