সম্প্রতি নতুন জাতীয় প্রতীকে সিংহের মূর্তির বদল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু মূর্তির নকশা বা আকৃতি বদল করা যায় কিনা তা নিয়ে উঠছে এখন প্রশ্ন।
জাতীয় প্রতীক সংক্রান্ত ২০০৫ সালের একটি আইনের ৬ (২(এফ) ধারায় বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় বা সমীচীন বলে বিবেচনা করে এমন সব বস্তু (যেমন প্রতীকের নকশা এবং এর ব্যবহার সহ) পরিবর্তন করার ক্ষমতা থাকবে। আর তাই দেশের সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় প্রতীকের নকশায় পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে সরকারের।
প্রসঙ্গত, সদ্য ৯.৫০০ হাজার কেজি ব্রোঞ্জের অশোকস্তম্ভের সূচনা করেন নরেন্দ্র মোদী। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা থেকে মোদী মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। বিরোধীদের দাবি, ৬.৫ মিটারের উচ্চতার যে সিংহের রূপ রয়েছে তা সারনাথের সিংহের রূপের সমতূল্য নয়। নয়া মূর্তিতে খোলা মুখের সিংহে আগ্রাসন রয়েছে বলে দাবি করা হয়েছে।