অর্পিতার জমকালো ঈদ পার্টিতে চাঁদের হাট বলিউড তারকাদের

প্রতি ঈদেই সালমানের বাড়িতে করা হয় জমকালো পার্টির আয়োজন। সেখানেই উপস্থিত হন বলিউড তারকারা। তবে এবার সালমানের বাড়িতে ঈদ পার্টি হয়নি। সালমানের বদলে পার্টি দিয়েছেন অর্পিতা খান ও আয়ুশ শর্মা।

সালমান খানের বোন অর্পিতা খান ঈদের পার্টি ছিল তারকা খচিত। হাজির হয়েছিলেন বলিউডের একাধিক তারকা দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, সালমান খান, করণ জোহর, কারিশমা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি এবং সোনাক্ষী সিনহা প্রমুখ। পার্টিতে হাজির হয়ে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

এক পার্টিতে কঙ্গনা-করণ-দীপিকাকে হাজির হতে দেখে অবাক হয়েছেন ভক্তরা। কঙ্গনার সঙ্গে দীপিকা ও করণ জোহরের সাপে-নেউলে সম্পর্কের কথা সবার জানা। তাই এক নেটিজেন রসিকতা করে কমেন্ট করেছেন, ‘মারপিট না চালু হয়ে যায়!’

পার্টিতে কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে প্রবেশ করেছেন। এতে দুজনের বিচ্ছেদের গুঞ্জনও উড়ে গেছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy