
প্রতি ঈদেই সালমানের বাড়িতে করা হয় জমকালো পার্টির আয়োজন। সেখানেই উপস্থিত হন বলিউড তারকারা। তবে এবার সালমানের বাড়িতে ঈদ পার্টি হয়নি। সালমানের বদলে পার্টি দিয়েছেন অর্পিতা খান ও আয়ুশ শর্মা।
সালমান খানের বোন অর্পিতা খান ঈদের পার্টি ছিল তারকা খচিত। হাজির হয়েছিলেন বলিউডের একাধিক তারকা দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, সালমান খান, করণ জোহর, কারিশমা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি এবং সোনাক্ষী সিনহা প্রমুখ। পার্টিতে হাজির হয়ে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
এক পার্টিতে কঙ্গনা-করণ-দীপিকাকে হাজির হতে দেখে অবাক হয়েছেন ভক্তরা। কঙ্গনার সঙ্গে দীপিকা ও করণ জোহরের সাপে-নেউলে সম্পর্কের কথা সবার জানা। তাই এক নেটিজেন রসিকতা করে কমেন্ট করেছেন, ‘মারপিট না চালু হয়ে যায়!’
পার্টিতে কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে প্রবেশ করেছেন। এতে দুজনের বিচ্ছেদের গুঞ্জনও উড়ে গেছে।