২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর কাপুরের। ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো ভাবে শুরু হলেও মাঝে বেশ কয়েকটি ভুল সিনেমা নির্বাচনের কারণে ছিটকে গিয়েছিলেন লাইমলাইট থেকে। তবে পরবর্তীতে অভিনয় দিয়ে ঠিকই নিজের অবস্থান তৈরী করেছেন এই অভিনেতা।
বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের পুত্র হওয়ায় জন্মের পর থেকেই তার বেড়ে ওঠা তারকা সমৃদ্ধ এক পরিবারে। তবে সম্প্রতি তার আসন্ন ছবি ‘শমসেরা’র প্রচারণার একটি ভিডিওতে রণবীর বলেছেন, পরিবারের কোন তারকা নয় বরং বড় হয়ে নাকি অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের মতো হতে চেয়েছিলেন তিনি।
Reneta June
তিনি আরও বলেন, ‘আমি যখন বড় হচ্ছিলাম তখন আমি চোখের সামনে পর্দার হিরোদের দেখতে দেখতে বড় হচ্ছিলাম। আমি যে ধরনের জামা কাপড় পড়তাম, যে ধরনের হাবভাব করতাম সবটাই তাদের দেখে শেখা। কিন্তু আমি যখন অভিনয় জগতে এলাম, তখন আমি সেই ধরনের ছবি বেছে নিতাম না যে ধরনের ছবি হিরোরা বাছাই করতো। বরং, আমি অভিনেতা হতে চেয়েছিলাম। আজ যখন আমি ১২ বছর পেছনে ফিরে তাকাই তখন আমি সেই অবুঝ রণবীরকে দেখতে পাই যে হিরোদের নিয়ে মোহিত ছিল।
বিজ্ঞাপন
১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের উপর নির্ভর করে ‘শমসেরা’ ছবিটি নির্মিত হয়েছে। রণবীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন বাণী কাপুর। এছাড়াও খল চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে।
ছবিটি পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা। প্রেক্ষাগৃহের পাশাপাশি আইম্যাক্সে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ২২ জুলাই মুক্তি পাবে ছবিটি।