‘টাপাটিনি গার্ল’। টালিউডে এটাই এখন তাঁর নতুন পরিচয়। বছরের পর বছর গড়ায়, মনামী ঘোষের বয়স যেন আর বাড়ে না! অন্তত তেমনটাই মত অনুরাগীদের। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে তন্বী রূপ ধরে রাখা নায়িকা এবার দেখা দিচ্ছেন নতুন ভূমিকায়।
‘বেলাশুরু’র অভিনেত্রী লকডাউনে নিজের নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলেন। কখনো নাচ, কখনো কবিতা, কখনো বা গান। নিজেকে কোনো না কোনো ভাবে ভক্তদের সামনে মেলে ধরতেন অলস দিনে। সঙ্গে অভিনয় তো ছিলই। এবার ফের নতুন চমক নিয়ে হাজির এই নায়িকা। আসছে ‘ভিটামিন এম’। মনামীর নতুন মিউজিক ভিডিও।
ভিডিওর নামে এম মানে শুধু মনামী নয়। এম মানে মিউজিকও বটে। আনন্দবাজার পত্রিকাকে মনামী বলেন, ‘‘বিদেশের ‘পপ’, ‘রক’ সংস্কৃতি আমাকে অনুপ্রেরণা যোগায়। সেখান থেকেই এই ভাবনা। নাচে-গানে এমনই এক পারফরম্যান্সের ইচ্ছে ছিল সব সময়।’’
অভিনয়, নাচের পর এবার গান। রূপসীর এত গুণ দেখে মোহিত অনুরাগীরা।