বিতর্কিত ইউটিউবের রোদ্দুর রায় অবশেষে জামিন পেলেন। সোশ্যাল মিডিয়া লাইভ এসে বাংলার মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করার কারণে একাধিক থানায় তার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।
অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় গোয়া থেকে। তারপর নিয়ে আসা হয় কলকাতায়। তারপর তার একটি মামলায় জামিন মঞ্জুর হলেও ওপর একই মামলার কারণে ছিলেন জেলবন্দি। অবশেষে আজ মিললো সেই মামলার জামিন। জানাগেছে সোমবারেই তিনি জেলমুক্ত হয়ে ফিরবেন বাড়ি।
সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ রোদ্দুর রায়ের (Roddur Roy) নাম শোনেননি কিংবা ফেসবুকের ভিডিও স্ক্রল করতে করতে রোদ্দুর রায়ের ভিডিও চোখে পড়েনি এমন নেটিজেনের সংখ্যা হাতেগোনা। নোংরা, অশ্রাব্য ভাষায় কথা বলে তিনি হয়ে উঠেছেন বাঙালিদের একাংশের প্রতিবাদের মুখ। সোশ্যাল মিডিয়াতে কেউ তার ফ্যান কেউ বা তার সমালোচক। আর তিনি হলেন ‘মক্সিজম’ তত্ত্বের অনুসারী একজন ‘মোক্সা’!
সাধারণত রোদ্দুর রায়ের ভিডিওর বিষয়বস্তু হয়ে থাকেন গণ্যমান্য ব্যক্তিত্বরা। রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, কেউই সাধারণত বাদ যাননি, সকলের উদ্দেশ্যেই খিস্তির ফোয়ারা ছুটিয়েছেন তিনি। আর এভাবেই খুব কম সময়ের মধ্যে তিনি আবার জনপ্রিয়ও হয়েছেন!
সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্রাব্য খিস্তি দিয়ে পুলিশের জালে জড়িয়েছেন রোদ্দুর রায়।