অবতরণের সময় বিধ্বস্ত কার্গো প্লেন, নিহত ৩

রাশিয়ায় একটি কার্গো প্লেন অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন। আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার (২৪ জুন) সকালে রাশিয়ার রিয়াজান শহরের কাছে এই ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, শুক্রবার সকালে রাশিয়ান শহর রিয়াজানের কাছে অবতরণের সময় ইল্যুশিন আইএল-৭৬ মডেলের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয় এবং এরপরই এটিতে আগুন ধরে যায়।

এটি আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ওই প্লেনটিতে মোট ৯ জন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে তিন জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় বাকি ৬ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ইন্টারফ্যাক্স।

বিধ্বস্ত ওই প্লেনটি কোন সংস্থা পরিচালনা করেছিল তা স্পষ্ট নয় বলেও জানানো হয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy