
আবার বড় চমক দিতে চলেছে অভিনেতা অরিন্দম শীল, তার ইঙ্গিত তিনি নিজেই দিয়েছিলেন বছরের শুরুতেই। এই চমক যে সে বিষয়ের উপর নয়, বরং আবার কোনও বিশেষ মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বড় পর্দায়। তিনি আর অন্য কেউ নয়, বরং স্বয়ং শবর। শবরের আবার প্রত্যাবর্তনের খবর পাকা হওয়ার পর থেকেই উচ্ছাসে মেতে উঠেছে দর্শককুল। শবর বড় পর্দায় আসতে চলেছে দীর্ঘ চার বছর অপেক্ষার পর।
শবর আসার খবর শুনেই অনেকেরই মন ভালো হয়ে গিয়েছে। বিশেষ করে যারা গোয়েন্দা প্রেমী।
কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছিল শবরের আগামী ছবির টিজার। তাতেই সকলের মন জয় করে নিয়েছিলেন পরিচালক অরিন্দম শীল। টিজারেই সকলে জানতে পেরেছেন যে আগামী ছবিতে নাম দেওয়া হচ্ছে ‘তীরন্দাজ শবর’। ‘তীরন্দাজ শবর’এর প্রথম পোস্টার সামনে আসতেই সেখানে দেখা গিয়েছে বন্দুক তাক করে নিশানা সাধছেন শবর, ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।
পোস্টারে দেখা গিয়েছে শুভ্রজিত দত্তকেও। যিনি ইনস্পেক্টর নন্দলাল হয়ে শবরের সঙ্গী হয়ে থাকেন সবসময়। পরিচালক শীল স্যোশাল মিডিয়া সাইটে ‘তীরন্দাজ শবর’ ছবির পোস্টার শেয়ার করেছেন। সেই সঙ্গে ক্যাপশনে দিয়েছেন এক গুরুত্বপূর্ণ বার্তা। নতুনরুপে আসছে শবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার। এছাড়াও এই নতুন শবর ছবিতে থাকছেন চন্দন সেন, দেবলীনা কুমার, পৌলমী দাস, নাইজেল আকারা প্রমুখ।