
বর্তমান যুগে অনেকেই ডেটিং অ্যাপের মাধ্যমে অপরিচিত মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। ঠিক এমনই এক কাণ্ড ঘটল মুর্শিদাবাদের রানিনগরে, যেখানে এক ১৮ বছরের যুবক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে নিজেরই সত্ মায়ের সঙ্গে!
ডেটিং অ্যাপে আলাপ, তারপর নিয়মিত কথাবার্তা, ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হতে থাকে। মেয়েটির প্রতি আসক্ত হয়ে পড়ে যুবক। প্রেমিকা নিজেকে ডিভোর্সী বলে পরিচয় দিয়েছিলেন, আর সেই পরিচয়ের ওপর বিশ্বাস রেখে সম্পর্ক গড়েছিল সে।
কিন্তু বাস্তব যখন সামনে এল, যুবকের পায়ের তলার মাটি সরতে বাকি থাকেনি। রান্নার গ্যাস বুক করতে গিয়ে বাবার ফোনে চ্যাটের কিছু অংশ দেখে সন্দেহ হয়। এরপর ফোন রেকর্ডিং শুনে হতভম্ব হয়ে যায় সে। বুঝতে পারে, যার সঙ্গে সে এতদিন প্রেম করছিল, সেই নারী আসলে তার বাবার দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ তার সত্ মা!
এই ভয়ানক সত্যি মেনে নিতে না পেরে আত্মগ্লানিতে ভুগতে শুরু করে যুবক। শেষমেশ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তবে পরিবারের তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার প্রাণ রক্ষা পায়।
ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা গ্রামে তোলপাড় শুরু হয়। যুবকের বাবা তার দ্বিতীয় বিয়ের কথা এতদিন গোপন রেখেছিলেন। ছেলের সঙ্গে সত্ মায়ের এই সম্পর্ক সামনে আসার পর গোটা পরিবার ও সমাজে চরম অস্বস্তির সৃষ্টি হয়।
যুবকের দাবি, ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল, তাই এমন বিপর্যয় ঘটবে, তা সে কল্পনাও করতে পারেনি।